প্রজেক্ট বিষয়ে স্টুডেন্টদের মোটামুটি ৩ ভাগে ভাগ করা যায়
- যারা প্রজেক্টের লক্ষ্য কী, খায় না মাথায় দেয় কিছু জানে না
- যারা মোটামুটি কন্ট্রিবিউট করে
For example: সে হয়ত ফ্রন্টএন্ড করল৷ backend এ কী হচ্ছে তা হয়ত অন্য টিমমেইট কভার দিয়ে দেয়। সে আর অইটা নিয়ে মাথা ঘামায় না। - যারা সিরিয়াসলি পুরো প্রজেক্টই করে কিন্তু ফোর্থ ইয়ারে এসে ১-২ বছর আগে কী এবং কেন করেছে মনে থাকে না কিছুই।
এ ক্ষেত্রে ৩টি টিপস:
-
CV তে exaggerated কিছু না লেখা
যতটুকুর ভিতর question করলে confidently answer করতে পারবে ঠিক ততটুকুই লেখো। HTML পারো না ঠিকমত, CV তে React লেখার কোনো দরকার নেই। -
প্রজেক্টে যদি একেবারেই কোনো কাজ না করে থাকো, তাহলে...
টিমমেইটের কাছ থেকে তোমার সুবিধামত সবচেয়ে সহজ ফিচারগুলো code ও goal সহ বুঝে নাও। তারপর শুধু অইটাই সিভিতে লেখো। -
যে ফিচারে কনফিডেন্ট না, সেটা স্কিপ করো
এমন কোনো ফিচার যেটা নিয়ে তুমি কাজ করেছ, কিন্তু এই মূহুর্তে সেটা নিয়ে যথেষ্ট কনফিডেন্ট না, অই ফিচার স্কিপ কর।
কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখার জন্য:
- ইন্টারভিউয়ার এর কাছে তোমার সিভি টাই থাকবে এবং সিভির বেসিসেই তোমাকে প্রজেক্ট এবং সে সম্পর্কিত (both technical and non-technical) প্রশ্ন জিজ্ঞেস করা হবে।
- তুমি নিজে কনফিডেন্ট না, ভুলে গেছ বা কনফিউশানে আছ এমন একটা single word ও লিখবে না।
- সিভিতে আছে কিন্তু তুমি পারছ না - এটা বড় ধরনের bad impression create করে।
আজকের মত ইতি টানলাম।
আর কোনো enquiry বা পরামর্শ থাকলে জানাতে পার৷