একটি প্রফেশনাল লেভেলের সিভি তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কথায় আছে "ঘ্রাণে অর্ধভোজন"। একটি ভাল সিভি তোমাকে সিলেকশন প্রক্রিয়ায় অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখবে। এখন থেকেই ধীরে ধীরে সিভি তৈরির কাজ শুরু করতে পারো।
আজকে আমি সিভি বানানোর ১০ টি পয়েন্ট নিয়ে আলোচনা করবঃ
১) Minimal Design
- অবশ্যই এবং অবশ্যই minimal design, ফরমাল ফন্ট, সাইজ, কালার ইউজ করবে। উরাধুরা ডিজাইন, অস্পষ্ট ফন্টের লেখা বিরক্তির উদ্রেক ঘটায়। সিভি হতে হবে সিম্পলের মধ্যে ইউনিক ও ইম্প্রেসিভ।
২) Personal Info
- Personal info তে নাম, ঠিকানা, মেইল এড্রেস, ফোন নাম্বার, লিঙ্কডইন একাউন্ট, গিটহাব লিংক মাস্ট।
- আর যদি ভাল পোর্টফোলিও ওয়েবসাইট থাকে তাহলে ত কথাই নাই। এড করে ফেলবে।
৩) ছবি
- একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের প্রফেশনাল সিভিতে ছবি থাকার কোনো দরকার নেই।
- তবে কেউ যদি একান্তই দিতে চাও, ফরমাল ও সোজা ফেইস সহ পাসপোর্ট সাইজ ছবি দিতে পার।
৪) Layout Design
- যেহেতু এক পেইজেই সব জায়গা করতে হবে আর এটাই তোমার সবরকম টেক স্কিল শোকেসের জায়গা। তাই এটার যত বেস্ট ইউজ করা যায় করবে। এমনভাবে শব্দচয়ন করবে যাতে কম লাইনের মধ্যে সার্বিক ভাব ফুটিয়ে তোলা যায় এবং খেয়াল রাখবে একটা লাইন বা প্যারাগ্রাফ এমনভাবে শেষ হয় যেন সিভির কোনো জায়গা waste না হয়।
- এক্ষেত্রে ২ কলামের সিভি টেমপ্লেট ইউজ করতে পার।
৫) Project Section
-
যেসব প্রজেক্ট নিয়ে বেশি কনফিডেন্ট, আর তোমার করা সবচেয়ে বেস্ট প্রজেক্ট যেটা অইগুলো সবচেয়ে আগে দিবে এবং এভাবে ক্রমান্বয়ে সাজাবে। প্রজেক্টের নাম, গিটহাব লিংক, ডিটেইলস বর্ণনা দিবে।
-
তবে এখানে শুধু হাইলাইট করবে তুমি কোন কোন পার্ট করেছ। সব ফিচার এড করা লাগবে না। যে ফিচার সম্পর্কে তুমি জান না, ভালভাবে কিছু বলতে পারবে না সেটি লেখার কোনো দরকার নেই। প্রজেক্ট পার্ট নিয়ে ডিটেইলস পরবর্তী ভিডিও তে আলোচনা করব।
-
একই প্রজেক্টে ২ জন টিমমেটের ভিন্ন কন্ট্রিবিউশন হাইলাইটের উদাহরণ:
৬) Java and SQL
- প্রত্যেক কোম্পানিতে যেহেতু OOP থেকে must question করে, java সম্পর্কে details জানা mandatory, তাই চোখ বুজে java add করে নিতে পারো স্কিল section এ। Same goes for sql.
৭) CP Section
- যদি সিপি নিয়ে এনাফ না কনফিডেন্ট থাকো, তাহলে আলাদা করে সিপির জন্য সেকশন তৈরি করার দরকার নেই, সেটা এচিভমেন্ট সেকশনেই এড করে নিতে পারো।
৮) Education Section
- স্কুল কলেজ এড করার দরকার নেই যদি না চাও, শুধু ভার্সিটিই এনাফ।
৯) GPA
- বেশি হাই সিজি হলে কম হাইলাইট হয় এমন জায়গায় লেখো, একটু কমিয়ে লেখলে বেটার। তার কারণ বলব অন্য কোনো সময়।
১০) Extra Curriculum
- With due respect, extra curriculum বা এচিভমেন্ট যেগুলো tech profession এর জন্য enough suitable না, সেগুলো avoid করা বেটার।
বোনাস টিপস
- যথেষ্ট সময় নিয়ে সিরিয়াস্লি সিভি বানাও। বানান ও গ্রামার নিয়ে কেয়ারফুল থাকবে।
CV Templates and Resources
- Some Best CV Templates
- Overleaf (Latex CV Template)
- You can also check this
আরও কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো, আশা করি এই টিপসগুলো তোমার সিভি প্রস্তুতিতে সাহায্য করবে।